The main functions of this department are:
পৌরসভার অধীনে এই দপ্তরের প্রধান কার্যাবলী :
- Registration of birth records and interaction with hospitals Nursing home etc. for the same.
জন্মের নথি পুঞ্জিকরন এবং হাসপাতাল ও নার্সিংহোম গুলির সহিত যোগাযোগ স্থাপন । - Issuance of Birth Certificate
জন্ম শংসাপত্র বিতরণ । - Registration of Death and issuance of Death Certificate.
মৃত্যু শংসাপত্র পুঁজিকরণ ও বিতরণ । - Maintenance of Death and Birth records
জন্ম ও মৃত্যুর বিবরণ নথিবদ্ধকরন । - Maintenance of the records of crematorium and Burial Ground.
শ্মশানঘাট ও কবরস্থান – এর বিবরণ নথিবদ্ধকরন ।
Fees for Birth Certificate & Death Certificate:
জন্ম ও মৃত্যুর শংসাপত্র ধার্য্য মুল্য:
Birth Certificate Fees : Rs. 100/-
শংসাপত্র এর মূল্য : ১০০ টাকা
Death Certificate Fees : Rs. 50/-
শংসাপত্র এর মূল্য : ৫০ টাকা
(Note: Application Form collect only from Municipality.
Photocopy of Application Form is not applicable.)
(বিঃদ্রঃ দরখাস্ত ফর্মের ফটোকপি গ্রহণ হবে না | দরখাস্ত ফর্ম পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে)
For getting Birth Certificate & Death Certificate you have to follow the following steps:-
জন্ম ও মৃত্যুর শংসাপত্র পাওয়ার জন্য নিম্নলিখিত পদ্ধতিগত ধাপ অবলম্বন করতে হবে:
Step 1 : Collect blank Application Form from Municipality.
ধাপ ১ : আবেদনপত্রটি পৌরসভা থেকে গ্রহণ করতে হবে ।
Step 2 : Fill the Form very carefully in English (Block Letter) and attach require documents with this form.
ধাপ ২ : আবেদনপত্রটি বড় হাতের ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আবেদনপত্রের সঙ্গে দিতে হবে ।
Step 3 : Submit your Form in Birth & Death Department. After submission of filled up Form this department will give you a date in which you have to collect the certificate. It will takes maximum of 15 days.
ধাপ ৩ : সঠিক ভাবে পূরণ করা আবেদনপত্র পৌরসভাতে জমা দিলে পৌরসভা শংসাপত্র সংগ্রহের একটি তারিখ দেবে এবং উক্ত তারিখে ওই শংসাপত্র পৌরসভা থেকে সংগ্রহ করতে হবে | এই পদ্ধতি সর্বোচ্চ ১৫ দিন সময় লাগতে পারে ।
Step 4 : Receive your certificate from Municipality, on submission of original Discharge Certificate of the hospital.
ধাপ ৪ : জন্ম শংসাপত্রটি গ্রহণ করার পূর্বে অবশ্যই হাসপাতাল থেকে প্রদত্ত ডিসচার্জ সার্টিফিকেট (আসল) পৌরসভা তে জমা দিতে হবে ।
For any quarries please contact to
Shri Biswajit Chowdhury
8918271007
এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিম্নলিখিত ব্যাক্তির সাথে যোগাযোগ করুন
বিশ্বজিৎ চৌধূরী – ৮৯১৮২৭১০০৭